সম্প্রতি সময়ে বারবারই প্রশ্ন উঠেছে ওয়েঙ্গার আর্সেনালের কোচ থাকবেন কি না। সমর্থকদের একাংশ গো ব্যাক ওয়েঙ্গারের দাবি তুললেও অনেকেই চেয়েছিলেন ৬৭ বছরের ফরাসি কোচই থেকে যান এই ক্লাবে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, আরও দু’বছর এমিরেটস স্টেডিয়ামেই থাকছেন ওয়েঙ্গার।
জানা গেছে, ২১টা মৌশুম কাটানো কোচটাকেই রেখে দিয়েছে গানার্স। অর্থাৎ ২৩ মৌশুম এক ক্লাবেই কোচিং করানোর নজির গড়বেন ওয়েঙ্গার। এদিকে, চলতি মৌশুমে অ্যালেক্সিস স্যাঞ্চেজরা প্রিমিয়র লিগে পাঁচ নম্বরে শেষ করেছে। টুর্নামেন্টে খারাপ পারফরম্যান্সের জন্যই ওয়েঙ্গারকে সরানোর রব উঠেছিল। কিন্তু গত রবিবারই ক্লাবকে এফএ কাপ দিয়ে আনন্দের জোয়ারে ভাসিয়েছিলেন ওয়েঙ্গার।
এছাড়া শোনা যাচ্ছে, আগামী দু’বছরে ওয়েঙ্গার ১৬ মিলিয়ন পাউন্ড পাবেন কোনো ব্রেক ক্লজ ছাড়াই। আর্সেনাল ঠিকই করে নিয়েছে নতুন মৌশুমে দল গড়ার জন্য ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করবে। পহেলা জুলাইয়ের ট্রান্সফার উইনডো খুললেই খেলোয়াড় তুলবে তারা। কোচিংয়ের অধ্যায় দীর্ঘায়িত করতে পেরে খুশি ওয়েঙ্গার। প্রিমিয়র লিগ জেতাই তার লক্ষ্য হবে বলে জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১ জুন, ২০১৭/ওয়াসিফ