মেসি বনাম রোনালদোর শ্রেষ্ঠত্বের দ্বন্দ্ব থাকলেও ম্যারাডোনা বনাম পেলের লড়াই ছিল অন্য মাত্রার। দুই আইকনের মধ্যে কে সেরা সেই বিতর্ক আজও পাড়ার রকের লড়াই জমিয়ে দিতে পারে।
আজও ব্রাজিল শব্দের সঙ্গে জুড়ে যায় পেলের নাম আর আর্জেন্টিনা বলতেই চোখের সামনে ম্যারাডোনা ও ৮৬-এর বিশ্বকাপের কিছু খণ্ডচিত্র ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়।
এই দুই আইকনকেই এক মঞ্চে আনার আশায় বুক বেধেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ৯ জুন অস্ট্রেলিয়ায় মেলর্বোন ক্রিকেট গ্রাউন্ডে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফ্রেন্ডলি ম্যাচের আসর বসছে। শেষবার ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যারাডোনা ও পেলেকে এক ছাতার তলায় দেখা যায়।
প্রীতি ম্যাচে ফের একবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবলারকে নতুন ভূমিকায় একসঙ্গে কমেন্ট্রি বক্সে (ধারাভাষ্যে) দেখার স্বপ্নে ভক্তরাও সোশাল মিডিয়ায় ঝড় তোলে। কিন্তু ম্যারাডোনা স্পষ্ট জানিয়ে রেখেছেন পেলের সঙ্গে এই ইভেন্টে কমেন্ট্রিতে থাকছেন না।
সেরা ফুটবলারের মুকুট হোক বা কমেন্ট্রি বক্সের সিট। কোন মঞ্চই যে প্রতিদ্বন্দ্বী পেলে’র সঙ্গে শেয়ার করতে চান না সেটাই হাবেভাবে বুঝিয়ে দিলেন ম্যারাডোনা।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/ ১ জনু, ২০১৭/ ই জাহান