অষ্টম চ্যাম্পিয়ন ট্রফির বল মাঠে গড়ানোর অনেক আগ থেকেই বিশ্লেষণ শুরু হয়ে গেছে কে হবে এবারের আসরের চ্যাম্পিয়ন। এক্ষেত্রে পূর্বানুমিত ধরে একটি প্রতিবেদন তৈরি করে যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি স্টার। যেখানে বলা হচ্ছে বাংলাদেশ গ্রুপ পর্বই অতিক্রম করতে পারবে না।
তবে শুধু বাংলাদেশ নয়, এই তালিকায় রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ড। তাদের ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, চ্যাম্পিয়ন হবে ভারত আর রানার আপ হবে ইংল্যান্ড। এই দুই দলের বাইরে সেমিফাইনালে যাবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তবে তাদের দৌড় ওই পর্যন্তই।
বাংলাদেশ সম্পর্কে ডেইলি স্টার লিখেছে, বর্তমানের বাংলাদেশে হতে পারে শক্তিশালী দল। তবে তাদের স্পিন নির্ভর আক্রমণ ইংল্যান্ডের মাটিতে উপযুক্ত নয়। তাছাড়া ওয়ার্ম আপ ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ পড়েছে সবচেয়ে কঠিন গ্রুপে।
প্রতিবেদনে বাংলাদেশের মূল বোলার হিসেবে দেখানো হয়েছে মেহেদি হাসান মিরাজ এবং ব্যাটিংয়ে তামিম ইকবালকে।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৭/মাহবুব