অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে একাদশে সুযোগ পেয়েছেন ইনফর্ম ব্যাটসম্যান ইমরুল কায়েস। তিন নম্বরে সাব্বির রহমানের জায়গায় ব্যাটিং করবেন তিনি। অবশ্য নিজের জায়গা হারালেও একাদশে রাখা হয়েছে সাব্বিরকে। মিডল অর্ডারে নামবেন মারকুটে এই ব্যাটসম্যান।
এদিকে, ইমরুল দলে ঢোকায় কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই বাংলাদেশ দলে। দলের সঙ্গে মিরাজ কিংবা সানজামুল কাউকেই দলে রাখা হয়নি। তাতে অবশ্য সমস্যা হওয়ার কথা নয়। কারণ স্পিন অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন মোসাদ্দেক, মাহমুদুল্লাহ ও সাব্বির। আবার মিডিয়াম পেসার হিসেবে দুই/চার ওভার বল করতে পারেন সৌম্য সরকার।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/মাহবুব