নিজেকে মেলে ধরতে শুরু করেছিলেন সৌম্য সরকার। ঠিক তখনই বাঁহাতি এই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এর ফলে বাংলাদেশের অর্ধশত রানের উদ্বোধনী জুটি ভাঙতে সক্ষম হয়েছেন তিনি। ১৬ ওভার শেষে এখন বাংলাদেশের স্কোর ৮২ রান ১ উইকেট হারিয়ে।
বেন স্টোকসের অফ স্টাম্পের বাইরের বলটি বাজে বল ছিল। সৌম্যর আপার কাটে সহজ ক্যাচ যায় সরাসরি ডিপ কাভারে বদলি খেলোয়াড় বেরিস্ট্যর কাছে। ৩৪ বলে চারটি চার আর একটি ছক্কায় সৌম্য ফিরেন ২৮ রান করে। তিনি তার ইনিংসে ৪টি চার ও ১টি ৬ এর মেরেছিলেন।
এদিকে ধীরে ধীরে স্বরূপে খেলতে শুরু করেছেন তামিম ইকবাল। প্রথম ২১ বলে ৮ রান সংগ্রহ করা বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ৪৯ বলে করেছেন ৩৯ রান। তার ব্যাট থেকে এসেছে ৬টি চার। তামিমের সঙ্গে এখন আছেন ইমরুল কায়েস। তিনি অপরাজিত আছেন ১৩ রানে।
বিডি-প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২