মাত্র কয়েকদিন আগে ভারতীয় দলের সাবেক অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বলেছিলেন, টিম ইন্ডিয়ার দুই অভিজ্ঞতম তারকা মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংয়ের ‘ফিনিশার’ হিসেবে ধার অনেকটাই কমে গেছে। এদিন ঠিক আজহারের উল্টো সুরে গাইলেন সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।
অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব না দিলে টিম ইন্ডিয়াকে ভুগতে হবে। বিরাটদের উচিত অজিঙ্কা রাহানের বদলে দলের প্রথম একাদশে যুবরাজ সিংকে রেখে দেওয়া।
সাবেক এই বিশ্বজয়ী অসি ক্যাপ্টেন বলছেন, ‘আমি হলে সবসময় চাইতাম সবচেয়ে অভিজ্ঞ দুজন ক্রিকেটারকে দলে রেখে দিতে। আমি ধোনি ও যুবরাজের কথাই বলছি। এটাই তো সেই মঞ্চ, যেখানে দাঁড়িয়ে ওরা নিজেদের নতুন করে প্রমাণের জন্য উন্মুখ থাকবে। এমনিতে প্রতিটি দলেই অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার মিশেল থাকা উচিত। কিন্তু আমাকে যদি বলা হত যুবরাজ ও রাহানের মধ্যে যে কোনও একজনকে বেছে নিতে, তাহলে বারবার যুবরাজকেই বাছতাম। অভিজ্ঞতার আলাদা একটা মূল্য এই পর্যায়ের ক্রিকেটে কেউ অস্বীকার করতে পারবে না।’
বিডি-প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫