চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল দারুণ এক অর্ধশতকের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে রয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই দুই জনের লড়াকু ব্যাটিংয়ে ভর করে দেড়শ রানের কোটা পেরিয়ে গেছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখার সময় ৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর: ১৫৯/২। ৭৮ রান করে অপরাজিত আছেন তামিম। মুশফিকুর রহিম ব্যাট করছেন ৩১ রান নিয়ে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে তামিম ইকবাল ও সৌম্য সরকার ১১ ওভারেই বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছিল ৫২ রান। কিন্তু ভালো এই শুরুর পর সাজঘরে ফিরে যান সৌম্য।
সৌম্য সাজঘরে ফিরে যান ২৮ রান করে। দ্বিতীয় উইকেট জুটিতে তামিম ও ইমরুল যোগ করেছিলেন ৩৯ রান। কিন্তু ২০তম ওভারে লিয়াম প্লাঙ্কেটকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে মার্ক উডের হাতে ধরা পড়েছেন ইমরুল। সাজঘরে ফেরার আগে করেছেন ১৯ রান।
বিডি-প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬