২০১৫ সালের বিশ্বকাপে অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ১৪১ রানের জুটিটি ছিল বিদেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। আজ ওভালে সেই ইংল্যান্ডের বিপক্ষেই সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তাদের ১৬৬ রানের জুটির ওপর ভর করে বাংলাদেশ ইংল্যান্ডের সামনে ৩০৫ রানের বড় টার্গেট ছুঁড়ে দিয়েছে।
বাংলাদেশের ইনিংসের ২০তম ওভারের মধ্যেই সৌম্য সরকার ও ইমরুল কায়েসের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। দলের রান তখন ৯৫। এরপর ইংল্যান্ডের বোলারদের ভুগিয়ে তৃতীয় উইকেটে ১৬৬ রানের জুটি গড়েন ছেন তামিম ও মুশফিক। বিদেশের মাটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড।
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে শুরুটা ধীরগতিতেই করেছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এরপর তারা হাত খুলেই খেলা শুরু করেছিলেন। ১১ ওভারেই ৫২ রান তুলে ফেলেন তারা। কিন্তু ভালো এই শুরুর পর ২৮ রান করে ফিরে যান সৌম্য। । দ্বিতীয় উইকেট জুটিতে তামিম ও ইমরুল যোগ করেছিলেন ৩৯ রান। কিন্তু ২০তম ওভারে লিয়াম প্লাঙ্কেটকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে মার্ক উডের হাতে ধরা পড়েছেন ইমরুল। সাজঘরে ফেরার আগে করেছেন ১৯ রান। এর পর তৃতীয় উইকেটে ১৬৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন তামিম ও মুশফিক।
কিন্তু ইনিংসের ৪৪তম ওভারে বাংলাদেশকে জোড়া ধাক্কা দেন লিয়াম প্লাঙ্কেট। তামিম-মুশফিক দুজনকেই সাজঘরে পাঠিয়েছেন তিনি। ১২৮ রান করে আউট হয়েছেন তামিম। মুশফিক আউট হয়েছেন ঠিক পরের বলেই। ৭২ বলে ৭৯ রানের লড়াকু ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
বিডি-প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪