দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরুর আগেই চোট আঘাতে জর্জরিত শ্রীলঙ্কা শিবির। পেশীর চোটের জন্য প্রথম ম্যাচে অনিশ্চিত অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
এর আগে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পরেছিলেন ম্যাথিউজ। ফিটনেসের অভাবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে নামতে পারেননি শ্রীলঙ্কার অধিনায়ক। প্রথম ম্যাচে তার পরিবর্তে উপুল থারাঙ্গাকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে৷
প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৫ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন ম্যাথিউজ। নিউলিজ্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতিতে অবশ্য ব্যাট করেননি৷। প্রথম ম্যাচে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে না পাওয়ায় তাই শ্রীলঙ্কা শিবিরের চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২