টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইংলিশদের ইনিংসের শুরুতেই তাদের শিবিরে আঘাত হেনেছেন। ইংল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত জেসন রয়কে ফেরান তিনি। অফ স্টাম্পের অনেক বাইরের বল স্কুপ করার চেষ্টায় শর্ট ফাইন লেগে মুস্তাফিজুর রহমানের অসাধারণ এক ক্যাচে পরিণত হন রয়।
দলীয় ৬ রানের সময় ১ রান করে ফিরে যান রয়। এরপর সেই সময় ৫ রান করা অ্যালেক্স হেলসের সঙ্গে ক্রিজে যোগ দেন জো রুট। এখন ইংলিশদের স্কোর ৮ ওভার শেষে ৩৯ রান। অ্যালেক্স হেলস ২৬ রানে ও জো রুট ১৩ রানে অপরাজিত আছেন।
তামিম ইকবালের শতক আর মুশফিকুর রহিমের অর্ধশতকে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে তিনশ ছাড়ানো লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে মাশরাফি বিন মুর্তজার দল করেছে ৬ উইকেটে ৩০৫ রান। ইংল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ।রান।
বিডি-প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫