চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগাররা। এরপর বোলিং করতে এসে তৃতীয় ওভারেই ইংল্যান্ডের ওপেনার জ্যাসন রয়কে সাজঘরে ফেরান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর অ্যালেক্স হেলস ও জো রুট সেই বিপর্যয় সামাল দেন। দ্বিতীয় উইকেটে ১৫৯ রানের জুটি গড়েন তারা। অবশেষে এই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাব্বির রহমান।
ইংল্যান্ডের ইনিংস ওপেন করতে আসেন জ্যাসন রয় ও অ্যালেক্স হালেস। মাশরাফির দ্বিতীয় ওভারে রয় স্কুপ করতে গিয়েছিলেন উইকেটের পেছনে। কিন্তু থার্ড ম্যান অঞ্চলে দারুণ এক ক্যাচ ধরে তাকে বিদায় করেন মুস্তাফিজুর রহমান। এরপর দ্বিতীয় উইকেটে ১৫৯ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান হেলস ও রুট। ২৮তম ওভারে অবশেষে এই জুটি ভেঙেছেন সাব্বির। শতকের খুব কাছাকাছি এসেও হতাশ হতে হয়েছে হেলসকে। ফিরে গেছেন ৯৫ রান করে। ৭৭ রান নিয়ে ব্যাটিং করছেন জো রুট। ৯ রানে অপরাজিত আছেন ইংলিশ অধিনায়ক ইয়ান মর্গ্যান। ৩৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর এখন ২ উইকেট হারিয়ে ১৮৯ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ১২৮, মুশফিকুর রহিমের ৭৯ রানের দারুণ দুটি ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ৩০৫ রানের বড় সংগ্রহ জমা করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর।
বিডি-প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৪