ব্যাট হাতে নয় বোলিংয়ে সেঞ্চুরি করেছেন মাশরাফি বিন মুর্তজা। দলীয় ৬ রানের মাথায় মাশরাফির অফ স্টাম্পের বাইরের বল স্কুপ করার চেষ্টায় শর্ট ফাইন লেগে মুস্তাফিজুর রহমানের অসাধারণ এক ক্যাচে পরিণত হলেন জেসন রয়। তাতে অন্যরকম এক সেঞ্চুরি হয়ে গেল বাংলাদেশ অধিনায়কের। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিদেশের মাটিতে ওয়ানডেতে দেশের হয়ে ১০০ উইকেট নিয়েছেন ‘ম্যাশ’।
মাইলফলক ছুঁতে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ওভালে ইংল্যান্ডের বিপক্ষে মাশরাফির দরকার ছিল ১ উইকেট। ইংলিশ ওপেনার রয়কে ফিরিয়ে মাইলফলকে পৌঁছে যান ডানহাতি পেসার।
ওয়ানডেতে দেশের মাটিতে ৮৯ ম্যাচে মাশরাফির উইকেট ১৩০টি। রয়কে ফিরিয়ে দেশের বাইরে ৮৭ ম্যাচে উইকেট সংখ্যা হলো অবশ্য ১০১টি। তবে বাংলাদেশের হয়ে ১০০টি। ২০০৭ সালে বেঙ্গালুরুতে এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে নিয়েছিলেন একটি উইকেট।
বিডি প্রতিদিন/ ০২ জুন ২০১৭/আরাফাত