স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে দীর্ঘ পাঁচ বছর খেলেছেন সামি খেদিরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, লা লিগা, কোপা দেল’রে কিংবা স্প্যানিশ সুপার কাপ! রিয়ালের জয়ে মাঠেই ছিলেন এই জার্মান তারকা ফুটবলার। তবে বর্তমানে জুভেন্টাসের হয়ে খেলা খেদিরার মনে রিয়াল সমর্থকদের সম্মান-ভালোবাসা না পাওয়ার ব্যাপারে ক্ষোভ আর হতাশাও আছে।
শনিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। কার্ডিফে সেই ম্যাচের ঠিক আগে ৩০ বছর বয়সী রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘মাদ্রিদে কোচদের দ্বারা প্রশংসিত হতাম ঠিকই এবং তা শতভাগ নিরপেক্ষভাবেই পেতাম। কিন্তু সেখানকার মানুষের কাছ থেকে কখনোই তার স্বীকৃতি মেলেনি। যদি আমি ১০ ম্যাচ ভালো খেলতাম সেটা তাদের চোখে পড়তো না কিন্তু ১১তম ম্যাচে খারাপ খেললেই প্রশ্ন উঠে যেতো-আমি রিয়ালের জন্য যথেষ্ট ভালো কি না!’
উল্লেখ্য, ২০১৫ সালে ফ্রি-ট্রান্সফারে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেন সামি খেদিরা। লস ব্ল্যাঙ্কোসদের মতো ইতালিয়ান জায়ান্টদেরও মাঝমাঠের মূল ভরসা হয়ে উঠেন তিনি। ইতালিয়ান সিরি’এ লিগের চ্যাম্পিয়নদের হয়ে ইউরোপসেরার মুকুট পড়াই এখন জার্মানির বিশ্বকাপজয়ী এই তারকার মূল লক্ষ্য।
সূত্র : গোল.কম
বিডি-প্রতিদিন/২ জুন, ২০১৭/ওয়াসিফ