ভারতের ক্রিকেট নীতি নিয়ে প্রশ্ন তুললেন সাবেক পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক আমির সোহেল। ভারত-পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। কিন্তু আইসিসির টুর্নামেন্টগুলোতে ভারত পাকিস্তানের সঙ্গে খেলে। এ নিয়ে ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেটাররাই নানা সময় প্রতিবাদ জানিয়েছেন।
দুই দিন পরেই আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে খেলবে ভারত। এবার এ নিয়ে ফের বিতর্ক উস্কে দিয়েছেন আমির সোহেল।
তিনি বলেন, আমি অবাক হই ভারত যদি পাকিস্তানের সঙ্গে না খেলার কঠিন সিদ্ধান্ত নিয়েই থাকে তবে আইসিসি টুর্নামেন্টে আমাদের সঙ্গে খেলছে কেন? এটা কী শুধু অর্থেই জন্যই নয়? ভারতীয় চ্যানেলগুলো আইসিসির টুর্নামেন্টগুলো সম্প্রচার করে। বিশ্বকাপ ও আইসিসির অন্যান্য টুর্নামেন্টে ভারত পাকিস্তানের সঙ্গে না খেললে এসব চ্যানেল ক্ষতিগ্রস্ত হবে- সে জন্যই নয় কী? যদি এটা সত্যি না হয় তাহলে ভারতের উচিত আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানকে বর্জন করা।
(খালিজ টাইমস অবলম্বনে)
বিডি প্রতিদিন/২ জুন, ২০১৭/ফারজানা