নবাবদের পরবর্তী প্রজন্ম। তারপর আবার সে কি না কারিনা কাপুর খানের ছেলে তাই, ক্যামেরার ফ্ল্যাশ তার ওপর থাকবে না, তাই কি হয়? তাই তৈমুরকে যখন দেখা গেল, তখন চটপট উঠে এল তার ছবি। যেন বলিউড ডিভা মা-কে অনেক পিছনেই ফেলে দিল ছোট্ট তৈমুর।
মা করিনা কাপুর খানের কোলে চড়ে এই প্রথম যে ক্যামেরার সামনে পোজ দিল সাইফ আলি খানের ছেলে। আর যেই সেই ছবি প্রকাশ্যে এলো, ফের ইন্টারনেটে জোয়ার বয়ে গেল যেন ছোট্ট তৈমুরকে দেখার জন্য।
তুষার কাপুরের ছেলে লক্ষ্য-এর প্রথম জন্মদিনে হাজির হয়েছিল সে। কারিনা যখন তাকে কোলে নিয়ে গাড়ি থেকে নামছেন, তৈমুর কিন্তু মাঝে মধ্যেই ক্যামেরার দিকে অদ্ভূত চোখে তাকিয়ে থাকে। শুধু তাই নয়, গাড়ির মধ্যেও মায়ের কোলে বসে বাইরের দিকেই তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। আর ছোট্ট তৈমুরকে দেখে যেন কারিনার ভক্তরাও উচ্ছ্বসিত। তাদের প্রিয় নায়িকা যেমন ক্যারিয়ার সামলাচ্ছেন সমানভাবে, তেমনি ছেলেকে নিয়েও আউটিংয়ে বের হচ্ছেন।
বিডি প্রতিদিন/ ০২ জুন ২০১৭/ আরাফাত