চ্যাম্পিয়নস ট্রফির পরই ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে অনিল কুম্বলের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। এর মধ্যেই বিরাট কোহলিদের জন্য নতুন কোচের খোঁজ শুরু করেছে বিসিসিআই। আবেদনপত্র চেয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। জমাও পড়েছে বেশ কয়েকটি আবেদন। তার মধ্যেই উল্লেখযোগ্য হল প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড় বীরেন্দ্র শেহবাগের নাম।
বীরেন্দ্র শেহবাগ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার টম মুডি এবং ইংল্যান্ডের রিচার্ড পাইবাসের নামও। এছাড়াও রয়েছে লালচাঁদ রাজপুতের নাম। তিনি বর্তমানে আফগানিস্তানের কোচ। জানা গেছে, ভারতীয় দলের বর্তমান কোচ কুম্বলে-সহ এরা প্রত্যেকেই বিরাটদের কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছেন।
চলতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের মেন্টরের দায়িত্ব সামলেছেন শেহবাগ। জানা যাচ্ছে, বোর্ডের এক শীর্ষকর্তার পরামর্শেই কোচিংয়ের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আবেদন জানিয়েছেন তিনি। এমনকি অন্যান্যদের তুলনায় কুম্বলের স্থলাভিষিক্ত হওয়ার জন্য সবার থেকে এগিয়ে আছেন তিনি। তবে শেষ পর্যন্ত নতুন কেউ নাকি ফের একবার কুম্বলের ওপরেই আস্থা রাখা হবে সেটা অবশ্য ঠিক করবে শচীন টেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণের বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি।
চ্যাম্পিয়নস ট্রফির পরই জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলবেন বিরাট কোহলিরা। তার মধ্যেই নতুন কোচ নিয়োগ করা হবে। কিন্তু সফল হওয়া সত্ত্বেও কেন কুম্বলের চুক্তি বাড়ানো হবে না এই জল্পনা শুরু হয়েছে। জানা গেছে, অধিনায়ক কোহলির সঙ্গে মতের অমিল ঘটার কারণেই হয়ত সরানো হবে অনিল কুম্বলে। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই খবর পুরোপুরি ভিত্তিহীন। নিয়মমাফিক কোচের মেয়াদ শেষ হচ্ছে এবং তাই নতুন কোচের জন্য আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে। কোচ নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতেই এই পন্থা নিয়েছে ভারতীয় বোর্ড।
বিডি-প্রতিদিন/ ২ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯