চ্যাম্পিয়নস ট্রফিতে আগামী রবিবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এ খেলায় ভারতকে এগিয়ে রাখছেন সাবেক পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।
আইসিসির ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে এই সাবেক ব্যাটসম্যান বলেছেন, "পাকিস্তানকেই শিরোপার দাবিদার হিসেবে সমর্থন করি, তবুও ভারত-পাকিস্তান ম্যাচে কোহলির নেতৃত্বাধীন ভারতকেই আমি এগিয়ে রাখব। "
শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি আফ্রিদি। তিনি যুক্তি দিয়ে বলেছেন, "ভারতের ব্যাটিং লাইনআপ যে কোনো বোলিং আক্রমণকেই শেষ করে দিতে পারে। কোহলিকে বল করা চ্যালেঞ্জের। ওর বিরুদ্ধে পাকিস্তান বোলারদের সেরাটা দিতে হবে। "
ওয়ান ডে ক্রিকেটে ৮ হাজার রানের মালিকের মতে, "ভারতের হয়ে অশ্বিন পার্থক্য গড়ে দিতে পারে। " পাশাপাশি 'ইয়র্কার স্পেশালিষ্ট' জসপ্রীত বুমরাহ প্রশংসা করে তিনি বলেন, "বুমরাহকে দেখে নব্বইয়ের দশকের নিখুঁত ইয়র্কার স্পেশালিস্ট পেসারদের কথা মনে পড়ে যায়। ভারতের তরুণ এই পেসারের স্কিল দেখে আমি অভিভুত। "