গরু জবাই ও বিক্রিতে নিষেধাজ্ঞা, গরুকে জাতীয় পশু ঘোষণার সুপারিশ, গরু হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার নির্দেশ- ভারত এখন গরু ইস্যুতেই উত্তাল। এবার তাতে সামিল হলেন দেশটির সাবেক তারকা ক্রিকেট ক্রিকেটার বিরেন্দর শেবাগ।
বৃহস্পতিবার টুইটার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন শেবাগ। তাতে দেখা যাচ্ছে গেরুয়া পোশাক পরে থাকা এক ব্যক্তির সামনে মাথা নত করে রয়েছে একটি গরু। নিচে ক্যাপশনে লেখা, 'গুরুর কৃতজ্ঞতা প্রকাশ, অসাধারণ।'
ছবিটি ২০০৮ সালে শ্রীলঙ্কায় তোলা। গেরুয়া পোশাক পরে থাকা ওই ব্যক্তি বেশ কয়েকটি গরুকে জবাই হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। তারপরই মাথা নিচু করে ওই ব্যক্তির উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে গরুটি।
বিডি প্রতিদিন/৩ জুন, ২০১৭/ফারজানা