রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাস যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার জন্য যখন তৈরি, তখন সবার নজর কিন্তু কার্ডিফে আটকে নেই। তাদেরই একজন বার্সেলোনার অন্যতম ভরসা ও ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।
জানা গেছে, নেইমার আছেন নিজের খেয়ালে। তিনি আছেন ছুটির মেজাজে। ফুটবল থেকে আপাতত কিছুদিনের বিশ্রামে আছেন তিনি। তাই চলে গিয়েছেন ক্যালিফোর্নিয়ায়। প্রকৃতির কোলে তিনি যেন হারিয়ে গিয়েছেন।
সোশ্যাল নেটওয়ার্কে একটি ছবি পোস্ট করেছেন নেইমার। যে ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে একটি পাথরের ওপরে বসে আছেন নেইমার। তার পাশে ফুটবল নয়, রয়েছে বাস্কেটবল। ছুটির প্রতিটি মুহূর্ত যে উপভোগ করছেন, তা নেইমারের মুখ দেখেই দিব্যি বোঝা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬