রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ভারতের অধিনায়ক বিরাট কোহলির। প্রথমবার আইসিসির কোনও টুর্নামেন্টে অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে মাঠে নামবেন তিনি। আর তারই মধ্যে ভারতীয় শিবিরে কোচ নিয়ে ঝামেলা অব্যাহত। এমন পরিস্থিতিতে খেলায় মনোসংযোগ করতে পারছেন ঙ্কিনা ক্রিকেটাররা তাই নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। আর এই সুযোগই কাজে লাগাতে চাইছে চিরপ্রতিদ্বন্দ্বীরা। এমন অবস্থায় দলকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন ভারতের আরেক সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
দলকে পরামর্শ দিতে নাকি টিম হোটেলে যান সৌরভ। কথা বলেন বিরাটের সঙ্গেও। এমন খবর সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে এই খবর একেবারেই সঠিক নয় বলে জানিয়েছেন তিনি। সৌরভ সাফ বলে দেন, শুধুমাত্র ধারাভাষ্যের কাজেই বার্মিংহামে পৌঁছেছেন তিনি। তিনি জানান “শুক্রবার সকাল ৮ থেকে মাঠে ছিলাম। বিরাট ও দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করার কথা ছিল। কিন্তু সেসব কিছুই করিনি। আদৌ করব কিনা জানা নেই।”
তবে সংবাদমাধ্যম উইসডেন ইন্ডিয়ার খবর অনুযায়ী, নেতা রিবাট ও কোচ অনিল কুম্বলেকে মাথা ঠান্ডা রাখার পরামর্শই দিচ্ছেন বিসিসিআই-এর উপদেষ্টা কমিটিরীই সদস্য। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলেন, “একজন ভারতের অধিনায়ক। আরেকজন দলের কোচ। তাই এধরনের পরিস্থিতির মোকাবিলা তাঁদের করতেই হবে। যা হচ্ছে হোক। মাথা ঠান্ডা রেখে চুপচাপ খেলাটা চালিয়ে যেতে হবে।” এ প্রসঙ্গে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উদাহরণও টেনে আনেন তিনি। বলেন, “বিশ্বের সেরা ফুটবলারকেও নানা সমালোচনা শুনতে হয়। কিন্তু মাঠে তিনি নিজের সেরাটাই দিয়ে চলেছেন।”
বিডি-প্রতিদিন/ ৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭