হাশিম আমলা ও ডু প্লেসিসের জুটিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে র্যাংকিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা।এর চ্যাম্পিয়নস ট্রপিতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে বেশ সতর্কতার সঙ্গে শুরু করলেও লঙ্কান নিয়ন্ত্রিত বোলিংয়ের বাধা সামলে এখন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে তারা।
ওভালে দ্বিতীয় উইকেট জুটির দৃঢ়তায় বড় স্কোর গড়ার পথে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ৩২ ওভারে এক উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করেছে। হাশিম আমলা ৮৫ বলে ৮৫ এবং ডু প্লেসিস ৬৫ বলে ৬৮ রান করছে। এর আগে ওপেনার ডি কক ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ : এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও মরনে মরকেল।
শ্রীলঙ্কা একাদশ : উপুল থারাঙ্গা, নিরোশান ডিকওয়েলা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, দীনেশ চান্দিমাল, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ ও সেকুগে প্রসন্ন।
বিডি প্রতিদিন/০৩ জুন ২০১৭/আরাফাত