রবিবারের ভারত-পাকিস্তান মহারণে ভারতকে এগিয়ে রাখছেন সাবেক পাকিস্তান অধিনায়ক আমির সোহেল। সেই সঙ্গে তিনি জানিয়ে রাখলেন, ‘মহারণে ভারত এগিয়ে থেকেই শুরু করবে। কিন্তু গতবারের চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামায় তাদের উপর বাড়তি চাপ থাকবে। আর এই ম্যাচে পাকিস্তান চাপ মুক্ত হয়ে খেলবে, কারণ কেউ ওদের উপর বাজি ধরছে না। এটাই ওদের জন্য ভালো। বিরাট কোহলির দল পাকিস্তানকে হালকাভাবে নিলে বরং ভুল করবে৷’
আমির সোহেল অবশ্য মনে করছেন বিরাটদের কম রানে বেঁধে ফেলতে গেলে পাকিস্তানি বোলারদের সেরাটা দিতে হবে। অভিজ্ঞতায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানের তরুণ বোলারদের উপর আস্থা রেখে সাবেই এই পাকিস্তানি ওপেনার বলেন, ‘বার্মিংহ্যাম যুদ্ধে তরুণ পাকিস্তানি পেসাররা ম্যাচের রঙ পাল্টে দিতে পারে৷’
নবাগত লেগ স্পিনার সাদাব খানকে নিয়ে আশাবাদী আমির সোহেল। চলতি বছরে ক্যারিবিয়ান সফরে গিয়ে তিনটি ওয়ান ডে ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়েছেন ১৮ বছরের সাদাব। কুড়ি ওভারের ৪টি ম্যাচেও নজরকারা পারফরম্যান্স। সাদাবের সংগ্রহ ১০ উইকেট। সাদাবের পাশাপাশি অলরাউন্ডার ফাহিম আশরাফের প্রশাংসা করেন সোহেল। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৩০ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জেতান বাঁ-হাতি তরুণ। আন্তর্জাতিক অভিষেকের আগেই বাঁ-হাতি ‘বুমবুম’-এর অ্যাখ্যা পেয়েছেন আশরাফ।
বিডি-প্রতিদিন/ ৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০