হাশিম আমলা ও ডু প্লেসিসের জুটিতে বড় সংগ্রহের পরও বেশি দূর এগোতে পারেনি র্যাংকিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ইনিংসে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। লঙ্কানদের জয়ের জন্য করতে হবে ৩০০ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান।
ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নিয়েছেন আমলা। ১১২ বলে সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। সবচেয়ে কম ইনিংসে (১৫১) ২৫ সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি। ১৬২ ইনিংসে ২৫ সেঞ্চুরির রেকর্ড ছিল কোহলির।
ষষ্ঠ উইকেটে জেপি ডুমিনি ও ক্রিস মরিস মিলে দ্রুতগতিতে ৩২ বলে ৪৫ রান যোগ করেছেন। মরিস ২০ রানে রানআউট হয়ে বিদায় নিলেও ডুমিনি অপরাজিত থেকেছেন ২০ বলে ৩৮ রানে। তাতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ গিয়ে ঠেকেছে ৬ উইকেটে ২৯৯ রানে।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/আরাফাত