ভারতের বিরাট কোহলির একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। শনিবার লন্ডনে শ্রীলঙ্কার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে ক্যারিয়ারের ২৫তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
তিনি ১৫১তম ইনিংসে এই সেঞ্চুরি করলেন। আর বিরাট কোহলি ২৫তম সেঞ্চুরি করতে খেলেছিলেন ১৬২ ইনিংস।
হাশিম আমলা আজ ১০৩ রান করেন। টসে হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা বেশ ভালো অবস্থায় আছে। তারা ৪৪.৫ ওভারে করেছে ৫ উইকেটে ২৫৪ রান।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/আরফাত