‘যুদ্ধ’ শব্দটা যখন ‘যুদ্ধ’কে ছাপিয়ে যায় তখন আবহ কেমন হতে পারে। সেই আবহ ভালোভাবে উপলব্ধি করা যায় বাইশ গজে ভারত–পাকিস্তান মুখোমুখি হলে। রবিবারের ভারত-পাকিস্তানের ম্যাচ কে জিতবে সেই প্রশ্নটাই সবার মনে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং এই ম্যাচ সম্পর্কে সাফ জানিয়ে দিলেন, ‘ভারত এগিয়ে।’
এত জোর দিয়ে বলার কারণ হিসেবে ফ্লেমিং বলেছেন, ‘ভারতীয় দলে প্রতিভাবান খেলোয়ার আছে। সেই সঙ্গে তারা যথেষ্ট অভিজ্ঞও। পাকিস্তান দলেও প্রতিভার অভাব নেই। তবে পাক দল সম্পর্কে কোনও কিছুই নিশ্চিতভাবে বলা যায় না। আসলে ওদের দলে তরুণের সংখ্যা বেশি। তাই ধারবাহিকতার অভাব রয়েছে। এই জায়গাতেই কোহলির দল এগিয়ে। ভারতের এই দলটা অনেক বেশি ম্যাচ খেলে। ভারসাম্য আছে।’
নিউজিল্যান্ডের এই সাবেক অধিনায়ক মনে করেন ভারত অন্যতম ফেবারিট এই টুর্নামেন্টে। তিনি বলেছেন, ‘হ্যাঁ, বাজি ধরার মতোই দল ভারত। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত এই চার দলের দিকে নজর থাকবে। এদেরকে সেরা বলা যায়।’
ভারতীয় প্লেয়ারদের আলাদা করে প্রশংসা করেছেন, ‘আইপিএলে ভারতীয় প্লেয়ারদের খুব কাছ থেকে দেখেছি। বুমরা, পান্ডিয়া দুর্দান্ত। দলে অভিজ্ঞ ধোনি, ধাওয়ান, বিরাট, অশ্বিন, জাদেজা আছে। সেই সঙ্গে রোহিত শর্মাও রয়েছে।’
আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের কোচ ছিলেন তিনি। সেই সময় কাছ থেকে দেখেছেন রাহানেকে। ফ্লেমিং মনে করেন, ‘রাহানে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত ছিল দীর্ঘ মৌসুমের জেরে। ও ঘরের মাঠে একের পর এক ম্যাচ খেলে গেছে। ও যে ক্লান্ত সেটা বোঝা যাচ্ছিল, আইপিএলের শেষ তিন–চারটে ম্যাচেও। তবে ও আবার ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে। ইংল্যান্ডের আবহাওয়ায় ওর মতো প্লেয়ার দলে দরকার, যে কি না ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে।’
বিডি-প্রতিদিন/ ৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫