ব্যাট হাতে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৬ বছরের কিশোর শচীন টেন্ডুলকরের। ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারের বাঘা বাঘা বোলারদের সামলেছে। ৮৯ সালের সেদিনের কিশোর শচীন ফের ক্রিকেটের নতুন ইনিংস শুরু কর্তে যাচ্ছেন। রবিবার এজবাস্টনে ভারত-পাকিস্তান মহারণে কমেন্ট্রি বক্সে মাইক্রোফোন হাতে দেখা যাবে তাকে।
নিজের ক্রিকেট জীবন থেকে অবসরের পর ফ্যাঞ্চাইজি ক্রিকেটে মেন্টর কিংবা বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজার কমিটির দায়িত্ব পালন করেছেন শচীন। ক্রিকেটকে গুডবাই জানানোর পর মাইক্রোফোন হাতে নেওয়ার প্রস্তাব এসেছিল অনেকবার। কিন্তু পরিবারের সঙ্গে সময় দেওয়ার জন্য ব্রডকাস্টারদের হাজারও অনুরোধ ধারাভাস্যে আগ্রহ দেখাননি শচীন। তবে এবার নতুন ইনিংস খেলতে চলেছেন এই লিটল মাস্টার।
আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের মতোই কমেন্ট্রি বক্সেও তার অভিষেক হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এজবাস্টনে ব্যাট হাতে বাইশ গজে মহম্মদ আমিরের ইয়র্কার সামলাতে বিরাটদের একাদশে নামছেন না ঠিকই, তবে বিরাট-আমিরের লড়াই ‘মাস্টার’-এর কণ্ঠে নতুন মাত্রা পেতে চলেছে ভারত-পাকিস্তান মহারণ।
বিডি-প্রতিদিন/ ৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০