বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে অনন্য রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগের ইতিহাসে ফাইনাল ম্যাচে তিনবার অংশ নিয়ে তিনবারই গোলের দেখা পেয়েছেন এ তারকা।
এর আগে ২০০৮, ২০১৪ সালেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে স্কোর করেন সি আর সেভেন। আর এবার জুভেন্টাসের বিরুদ্ধে ২০ মিনিটের সময় গোল করে নতুন রেকর্ড গড়লেন এ পর্তুগীজ ফুটবলার।
সূত্র: ডেইলি মেইল
বিডিপ্রতিদিন/ ৪ জুন, ২০১৭/ ই জাহান