ভারতের সব ক্রিকেটার তার বন্ধু হলেও, একমাত্র গৌতম গম্ভীর তার বন্ধু নন। আফ্রিদির এমন মন্তব্যের এবার পাল্টা জবাব দিলেন নাইটদের স্কিপার। তার দাবি, বয়স অনুপাতে আফ্রিদির মস্তিষ্কের যথেষ্ট উন্নতি হয়নি!
২০০৭ সালে কানপুরে ভারত-পাকিস্তান একটা ম্যাচে আফ্রিদি ও গম্ভীরের মধ্যে কথা কাটাকাটি হয়। দুজনের মধ্যে বেশ কথার যুদ্ধ হয়েছিল সেদিন। এরপর থেকেই একজন আরেকজনের ‘চোখের বিষ’।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা এক ভারতীয় চ্যানেলে হাজির হন গম্ভীর ও পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। অনুষ্ঠানের একটা পর্যায়ে সঞ্চালক আফ্রিদির মন্তব্য নিয়ে গম্ভীরের প্রতিক্রিয়া জানতে চান। তখন গম্ভীর বলেন, বয়স অনুপাতে আফ্রিদির মস্তিষ্কের যথেষ্ট উন্নতি হয়নি।
গম্ভীর আরো বলেন, তিনি পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতেন, কিন্তু তারা মাঠে একে অন্যের বিপক্ষে লেগে যাওয়ার পর থেকে অবস্থার পরিবর্তন হয়েছে।
গম্ভীরের মন্তব্য শুনে হাসছিলেন শোয়েব। পরে তিনি বলেন, আফ্রিদি ও গম্ভীরের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে তারা দুজনই ভালো মানুষ। পরবর্তীতে দুজনের দেখা হলে একে অন্যকে জড়িয়ে ধরলেও অবাক হবেন না বলে জানান শোয়েব।
সূত্র: ডেকান ক্রনিকল
বিডিপ্রতিদিন/ ৪ জুন, ২০১৭/ ই জাহান