বিরাট কোহলির সঙ্গে হুবহু মিল আর্শাদ খানের। তফাত একটাই, তিনি ক্রিকেট খেলেন না। পিৎজার দোকানে চাকরি করেন।
ভারতের কাছে হারের পরে পাকিস্তানের সাংবাদিক নজরানা গফ্ফর একটি মজার টুইট করেছিলেন। তিনি বলেছিলেন, ‘গোটা পাকিস্তান দলকে নিয়ে নাও। পরিবর্তে বিরাট কোহলিকে এক বছরের জন্য দাও।’ সোশ্যাল মিডিয়ায় পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। কিন্তু কে জানত হুবহু কোহলির মতো দেখতে কেউ রয়েছে পাকিস্তানে!
আর্শাদ খান ক্রিকেট খেলেন না। এক সময় ইসলামাবাদে চায়ের দোকান চালাতেন আর্শাদ। বর্তমানে কাজ করেন পিৎজার দোকানে। তাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে গেছে। বামদিকে কোহলি। ডানদিকে আর্শাদ খান। ভারত অধিনায়কের সঙ্গে যার হুবহু মিল।
সূত্র: অাজকাল
বিডি প্রতিদিন/ ১৩ জুন, ২০১৭/ ই জাহান