খোঁজ! খোঁজ! একটা ইংল্যান্ড জার্সি হন্যে হয়ে খুঁজে চলেছেন তিনি। তিনি আর কেউ নন। স্বয়ং টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। নাম? শেন কিথ ওয়ার্ন! আজগুবি গল্প ভাববেন না। এটা পুরোপুরি সত্যি। তা ইংলিশদের জার্সি নিয়ে কী করবেন ওয়ার্ন?
গায়ে চড়িয়ে থাকবেন একটা গোটা দিন। আসলে বাজি হেরেছেন যে! কার কাছে? ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র কাছে! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন একটা ক্রিকেটীয় সমাবেশে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বাজির লড়াই হয়েছিল ওয়ার্নের। যাতে এই দুজন ছাড়াও উপস্থিত ছিলেন মাইকেল ক্লার্কও।
যেখানে নিজের দেশের সপক্ষে বাজি ধরেছিলেন লেগ স্পিনের জাদুকর। বলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে যাবেই যাবে তাঁর দেশ অস্ট্রেলিয়া। তখন সৌরভ কিন্তু ভিন্নমত পোষণ করেন। ওয়ার্নকে সরাসরি বলে দেন, তাঁর মনে হচ্ছে ইংল্যান্ড এবার অনেক ভাল দল। অস্ট্রেলিয়া মর্গান, স্টোকসদের দলের সঙ্গে পেরে উঠবে না!
ওয়ার্ন তখন বলেছিলেন, তেমন কিছু হলে তিনি গোটা একটা দিন ইংল্যান্ডের জার্সি পরে কাটাবেন! আর তার সঙ্গে সৌরভকে ডিনারেও নিয়ে যাবেন।
গত শনিবার সত্যিই ইংরেজদের কাছে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে অসিরা। আর ‘দাদা’-র কাছে বাজি হেরে যাওয়ার পরেই ওয়ার্ন খুঁজে চলেছেন ইংল্যান্ড দলের একটা জার্সি।
নিজের টুইটারে সৌরভকে উদ্দেশ করে তিনি পোস্ট করেছেন, ‘তুমিই জিতে গেছো বাজিতে। এবার দরকার একটা ইংল্যান্ড জার্সি যা পরে সারাদিন কাটাব!’ এর খানিক পরে নিজের টুইটার পেজে আরও একটি বার্তা পোস্ট করেন প্রাক্তন এই কিংবদন্তি লেগস্পিনার। যাতে লেখেন, ‘জোগাড় করতে পারলে একটা ইংল্যান্ড জার্সি আমাকে কেউ পাঠিয়ে দিক। যা পরে ছবি পোস্ট করব। বাজিতে হেরে গেছি যে!’
সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/ ১৩ জুন, ২০১৭/ ই জাহান