অপসোর কোম্পানির মাধ্যমে ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে। আজ মাদ্রিদের সরকারি আইন কর্মকর্তার দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোনালদোর বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কর ফাঁকির চারটি অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে মোট ১৪,৭৬৮,৮৯৭ ইউরো ফাঁকির অভিযোগ পাওয়া গেছে।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১০ সালের কোম্পানি গঠন সংক্রান্ত আইনের সুবিধা নিয়ে তিনি ইমেজ স্বত্ব থেকে আয় করা বিপুল অর্থ আয়ের তথ্য গোপন করেছেন। ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড ও আয়ারল্যান্ডের দু’টি কোম্পানির মাধ্যমে কর ফাঁকি দেয়ার জন্য মাদ্রিদের সরকারি আইন দপ্তরটি ৩২ বছর বয়সি পর্তুগাল ফুটবল তারকা রোনালদোকে অভিযুক্ত করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার