আর ঘণ্টা তিনেক বাদেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে যাওয়ার মহারণ। আর লড়াইয়ে মুখোমুখি ফর্মের তুঙ্গে থাকা স্বাগতিক ইংল্যান্ড ও আনপ্রেডিক্টেবল পাকিস্তান। আর এ লড়াইয়ে পাকিস্তানের স্কিপার সরফরাজেরও ভরসা লাকি গ্রাউন্ড নামে খ্যাত কার্ডিফ।
কারণ কার্ডিফেই সোমবার শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠে পাকিস্তান।সোফিয়া গার্ডেনর অনুষ্ঠিত ওই ম্যাচে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানকে নাটকীয় জয় এনে দেন অধিনায়ক সরফরাজ আহমেদ। কার্ডিফের সঙ্গে সরফরাজের বোঝাপড়াটা নতুন কিছু নয়।
ওয়েলসের রাজধানীস্থ স্টেডিয়ামটি সরফরাজের জন্য লাকি গ্রাউন্ডও, যেখানে গত বছর ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৩০৩ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। হোয়াইটওয়াশ এড়ানো সেই জয়ে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সরফরাজ। কার্ডিফের সেই সোফিয়া গার্ডেনসেই আজ ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচ ঘিরে সরফরাজের আশা, সেমিতেও পয়মন্ত হয়ে ধরা দেবে কার্ডিফ।
বিডি প্রতিদিন/ ১৪ জুন, ২০১৭/ ই জাহান