বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই এখন চরম উত্তেজনা। আর সেটা যখন চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে তখন লড়াইটা বেশ উপভোগ্য হবে সেটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। আর এরই মধ্যে চলতেছে কথার পিঠে কথা। কেউ কাউকে ছেড়ে কথা বলার নয়।
মূলত বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সই এমন রসদ যোগাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার এজবাস্টনে ফাইনালে ওঠার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবেন মাশরাফিরা। অন্যদিকে কোহলিরাও দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। তাই অনেক ক্রিকেট বোদ্ধারাই ভারতে এগিয়ে রাখছেন।
কিন্তু গ্রুপ পর্বে ভারতকে ৭ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই ফলের দিকে ইঙ্গিত করে বাংলাদেশের ব্যাটিং কোচ থিলান সমারাবিরা বলেছেন, ‘শ্রীলঙ্কা পারলে আমরা কেন নয়? ভারতকে হারানো চ্যালেঞ্জিং, তবে অসম্ভব কিছু নয়।’
যদিও দুই দলের ৩২ মোকাবেলায় ২৬টি জয় ভারতের। তবে বাংলাদেশ-ভারতের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান বলছে দ্বৈরথে দুই দলই সমানে সমান। দুটি করে জয় পেয়েছে উভয় দল। আর একটি ম্যাচ পরিত্যক্ত। সব মিলিয়ে হালে বাংলাদেশ-ভারত ম্যাচ ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ।
বিডি প্রতিদিন/ ১৪ জুন, ২০১৭/ ই জাহান