একবিংশ শতাব্দীর ফুটবলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর আধিপত্য একচেটিয়া হতে পারে। কিন্তু ক্লাব ফুটবলে তাদের অর্থ মূল্য টটেনহ্যামের দুই তারকা হ্যারি কেন ও ডেলে আলীর চেয়ে কম। ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিসের (সিআইইএস) একটি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
সুইজারল্যান্ড ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি খেলোয়াড়দের মজুরির যে তালিকা প্রণয়ন করেছে তাতে মেসির বার্সেলোনা সতীর্থ নেইমার রয়েছেন সবার শীর্ষে। ইউরোপের শীর্ষ ৫টি লীগের খেলোয়াড়দের দল বদল ফিসহ তাদের মুজুরি বিশ্লেষণের ভিত্তিতে তালিকাটি প্রণীত হয়েছে। সেখানে নেইমারের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২১০.৭ মিলিয়ন ইউরো। এতে নেইমারের পারফর্মেন্স, ক্লাব ও আন্তর্জাতিক মর্যাদা, বয়স, পজিশন এবং বানিজ্যিকরণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
চলতি মাসের শেষভাগে ৩০ বছরে পা রাখতে যাওয়া মেসি ১৫১.৭ মিলিয়ন ইউরো অর্থমূল্য নিয়ে তালিকার চতুর্থ স্থানে ঠাঁই পেয়েছেন। অথচ স্পার্সদের হয়ে চলতি মৌসুমে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করা ইংলিশ তারকা আলী এবং কেন যথাক্রমে ১৫৫.১ মিলিয়ন ইউরো এবং ১৫৩.৬ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে মেসির উপরে অবস্থান করছেন।
লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের মাধ্যমে মৌসুম শেষে মেসির সমান ৫ম বারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবের দৌঁড়ে ফেভারিটের জায়গা দখল করা রিয়াল মাদ্রিদ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো মাত্র ১১২.৪ মিলিয়ন অর্থমূল্য নিয়ে এই তালিকার বেশ নীচের দিকেই (১১তম) ঠাঁই পেয়েছেন। যেখানে ৩২ বছর বয়সী রোনালদোর উপরেই জায়াগা পেয়েছেন এন্টনিও গ্রিজম্যন, লুইস সুয়ারেজ, পল পগবা, গঞ্জালো হিগুইন, এডেন হেজার্ড ও পাওলো দিবালা।
সিআইইএস রচিত শীর্ষ ২৫ খেলোয়াড় তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে রোনালদো হচ্ছেন সবচেয়ে বেশি বয়সী ফুটবলার। আর সবচেয়ে কম বয়সী ফুটবলার হচ্ছেন মোনাকোর বিষ্ময় বালক কেইলিয়ান এমবাপে।
দলবদলে বিশ্ব রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে যুক্ত হতে যাওয়া এমবাপের অর্থ মূল্য ধরা হয়েছে মাত্র ৯২.৬ মিলিয়ন ইউরো। তার উপরেই ঠাঁই পেয়েছেন ম্যানচেস্টার সিটির রাহিম স্টারলিং ও অ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ানিক কারাসকো। এদিকে বিশ্ব রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া ওয়েলস সুপার স্টার গ্যারেথ বেল মাত্র ৬৬.৭ মিলিয়ন অর্থমূল্য নিয়ে পড়ে আছেন তালিকার ৪৩তম স্থানে।
সিআইইএস পর্যবেক্ষণ তালিকার শীর্ষ ১১:
১. নেইমার বার্সেলোনা ২১০.৭ মিলিয়ন ইউরো
২. ডেলে আলি টটেনহ্যাম ১৫৫.১ মিলিয়ন ইউরো
৩. হ্যারি কেন টটেনহ্যাম ১৫৩.৬ মিলিয়ন ইউরো
৪. মেসি বার্সেলোনা ১৫১.৭ মিলিয়ন ইউরো
৫. গ্রিজমান অ্যাটলেটিকো মাদ্রিদ ১৫০.৩ মিলিয়ন ইউরো
৬. সুয়ারেজ বার্সেলোনা ১৪০.৮ মিলিয়ন ইউরো
৭. পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেড ১৩৪.৩ মিলিয়ন ইউরো
৮. হিগুইন জুভেন্টাস ১২০.২ মিলিয়ন ইউরো
৯. হ্যাজার্ড চেলসি ১১৭.২ মিলিয়ন ইউরো
১০. দিবালা জুভেন্টাস ১১৫.৩ মিলিয়ন ইউরো
১১. রোনালদো রিয়াল মাদ্রিদ ১১২.৪ মিলিয়ন ইউরো
সূত্র: সিআইইএস
বিডি প্রতিদিন/ ১৪ জুন, ২০১৭/ ই জাহান