ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিবেন এবি ডি ভিলিয়ার্স। নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসের অনুপস্থিতিতে ডি ভিলিয়ার্স টি২০ দলকে নেতৃত্ব দিবেন।
চলতি সপ্তাহেই প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন ডু প্লেসিস। আর সে কারনে দেশে ফিরে যাওয়ায় ডি ভিলিয়ার্সের ওপর দলের নেতৃত্ব পড়েছে।
অন্যদিকে এই প্রথমবারের মত ১৪জনের দলে নির্বাচকরা ডুয়াইন প্রিটোরিয়াসকে অন্তর্ভূক্ত করেছেন। এ পর্যন্ত ১০টি ওয়ানডে ম্যাচে প্রিটোরিয়াস ১৩ উইকেট সংগ্রহ করা ছাড়াও ৮৬ রান সংগ্রহ করেছেন। এছাড়া শ্রীলংকার বিপক্ষে টি২০ হোম সিরিজে দলে থাকা জেজে স্মাটস ও মানগালিসো মোসেহলেকেও দলভূক্ত করা হয়েছে। তবে দল থেকে ছিটকে গেছেন এ্যারন ফানগিসো ও থেউনিস ডি ব্রুইন। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দারুন পারফর্ম করা অভিজ্ঞ পেসার মর্নে মরকেল টি২০ দলে ফিরেছেন।
তরুণদের নিজেদের প্রমাণের সুযোগ হিসেবে সিএসএ টি২০ দলে বিবেচনা করেননি কাগিসো রাবাদা, হাশিম আমলা, জেপি ডুমিনি ও কুইনটন ডি ককের মত তারকাদের।
আগামী ৬ জুলাই থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া চার ম্যাচের টেস্ট সিরিজের আগে নিজেদের প্রস্তুত করে তোলার নিমিত্তেই সিনিয়রদের বিশ্রাম দেয়া হয়েছে।
এ সম্পর্কে জাতীয় নির্বাচক প্যানেলের আহবায়ক লিন্ডা জোনদি বলেছে, ‘বর্তমান সময়ের খেলোয়াড়দের প্রতিভা দেখে আমাদের নির্বাচক প্যানেল দারুন সন্তুষ্ট। আমরাও তরুনদের সুযোগ দিতে প্রস্তুত। সম্প্রতি শ্রীলংকার বিপক্ষে আনদিলে ফেলুকুয়ায়ো, মানগালিসা মোসেহলে, জন-জন স্মাটস, ও ডেন প্যাটারসনের অভিষেক হয়েছে। দূর্ভাগ্যবশত: লুনগি এনগিদিকে ইনজুরির কারনে বিবেচনা করা হয়নি। এবি, ফারহান, ডেভিড মিলার, ইমরান তাহির, মর্নে মরকেল, ক্রিস মরিস ও ওয়েইন পারনেলের মত বিশ্বমানের খেলোয়াড়দের পাশাপাশি এই সব তরুনদের নিজেদের প্রমানের দারুন একটি সুযোগ তৈরি হয়েছে।’
আগামী ২১ জুন প্রথম টি২০ ম্যাচটি সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ২৩ জুন টনটনে ও ২৫ জুন কার্ডিফে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল।
স্কোয়াড : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ফারহান বেহার্দিন, রিজা হেনড্রিকস, ইমরান তাহির, ডেভিড মিলার, মর্নে মরকেল, ক্রিস মরিস, মানগালিসো মোসেহলে, ওয়েইন পারনেল, ডেন প্যাটারসন, আনদিলে ফেলুকুয়ায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, তাবরাইজ শামসি ও জন-জন স্মাটস।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/ ১৪ জুন, ২০১৭/ ই জাহান