পাকিস্তানকে শেষ চারে তুলার পেছনের যার কৃতিত্ব অস্বীকার করা যায় না, সেই মোহাম্মদ আমিরই নেই সেমিফাইনালে। এটা দেখে অনেকই অবাক হয়েছেন। তবে আমিরকে এমনিতেই বাদ দেয়নি পাকিস্তান, পিঠের ইনজুরিই তারকা এই পেসারকে দল থেকে ছিটকে দিয়েছে।
পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য ডনের খবর, গতকাল অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন আমির। যে কারণে আজকের সেমিফাইনালের একাদশে নেই গত ম্যাচে প্রয়োজনীয় মুহূর্তে ডিকওয়ালা ও ম্যাথুসকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর পর শেষ দিকে হার না মানা ২৮ জনের ইনিংস খেলা আমির। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মাত্র দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা রুম্মান রয়েস।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৭/মাহবুব