বৃহস্পতিবার এজবাস্টনে ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামছে বাংলাদেশ। আর এ ম্যাচকে ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানাধর্মী বিশ্লেষণ, পাল্টাপাল্টি আলোচনা-সমালোচনা, হুঙ্কার-হুশিয়ারি। ক্রিকেট ভক্তরা বেশ উপভোগও করছেন এ উত্তেজনাকর লড়াই।
তবে এবারের বাংলাদেশ-ভারত ম্যাচে লড়াইটা দুই দলের পেসারদেরও। বেশ কয়েকজন পেস বোলার খেলাবে দু'দল। ভারতের বিপক্ষে বাংলাদেশ যে চার পেসার নিয়েই মাঠে নামবে এটা প্রায় নিশ্চিত। মাশরাফি, রুবেল, মুস্তাফিজ ও তাসকিন এ চারজন খেলবেন। আর কোচ হাথুরুসিংহেও ভরসা রাখছেন তাদের ওপর।
বললেন,‘আমাদের পেস আক্রমণ বৈচিত্রময়। চার পেসারের দিকে তাকালে দেখবেন, সবারই স্কিল আলাদা, শক্তির জায়গা ভিন্ন। আমি সবসময়ই বলি, আমার দলের বোলাররা সবার সেরা।’
আর ভারতের পেস আক্রমণও এখন দারুণ। ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদবরা আছেন দারুণ ফর্মে। তাই ধরেই নেওয়া যায় সেমিফাইনাল হবে দুই পেস আক্রমণের লড়াই।
বিডি প্রতিদিন/ ১৪ জুন, ২০১৭/ ই জাহান