বিরাট কোহলি ফাউন্ডেশনের উদ্যোগে কিছুদিন আগে একটি চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে। আর সেখানে নিলামে উঠেছিল শিল্পী সাশা জাফরের আঁকা একটি ছবি। যে ছবিতে সাশা বিরাট কোহলির দশ বছরের আইপিএল যাত্রা তুলিতে ফুটিয়ে তুলেছেন।
আর এ চিত্রকর্মটিই ২.৯ মিলিয়ন পাউন্ডে (ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ২৩ কোটি ৭২ লক্ষ ৬৮ হাজার ১০১ টাকা) কিনেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ বিনিয়োগকারী পুনম গুপ্তা।
সাশার কদর সারা বিশ্বে।একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। অতীতে ডেভিড বেকহ্যাম, এমএস ধোনি, যুবরাজ সিংদের চ্যারিটিতেও তুলি ধরেছেন এই চিত্রশিল্পী।
উল্লেখ্য, ফোর্বসের সদ্য প্রকাশিত তালিকায় বিশ্বের ১০০ জন ধনি অ্যাথলিটদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন বিরাট। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝপাথেই বিরাটের এই চ্যারিটি ডিনার খবরে এসেছিল অন্য কারণে। বিজয় মালিয়ার উপস্থিতির কারণে ভারতীয় দলের অন্য সদস্যরা অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান অনেক আগেই।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ১৪ জুন, ২০১৭/ ই জাহান