বর্তমান সময়ে বাংলাদেশের খেলা মানেই অন্যরকম উত্তেজনা। বিশেষকরে, বাংলাদেশ-ভারত ম্যাচ হলে সেই উচ্ছ্বাস আর উত্তেজনা যেন বেড়ে যায় আরো বহুগুণে। কারণ, নিজেদের যোগ্যতা বারবার প্রমাণ করেছে বাংলাদেশ। জয় করেছে ক্রিকেট বিশ্বের মন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামার আগেও বেশ উজ্জীবিত টাইগার একাদশ।
বার্মিংহামে বৃহস্পতিবার এই লড়াইয়ের আগে বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে খেলোয়াড়রা খুবই উজ্জীবিত, এই ধরনের একটা টুর্নামেন্টের সেমিফাইনাল খেলছি আমরা। এই ম্যাচটি অন্য আর-দশটা ম্যাচের মতো খেলতে পারলে আমাদের জন্যই ভালোই হবে। মানে নির্ভার হয়ে খেলতে হবে, তবেই সাফল্য পাওয়া সম্ভব হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বাংলাদেশের সফরটা ছিল খুবই রোমাঞ্চকর। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হার। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির সুফলে এক পয়েন্ট অর্জন। এরপর সাকিব-মাহমুদুল্লাহর রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ঐতিহাসিক জয়। তবে তখনো নিশ্চিত নয় স্বপ্নের সেমি। সমীকরণ তখন বলছিল, ইংল্যান্ডের বিপক্ষে হারতে হবে অস্ট্রেলিয়াকে। আর শেষ পর্যন্ত হলোও সেটাই। বৃষ্টি আইনে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। আর তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নের সেমিফাইনালে পৌঁছে গেল টিম বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৭/ওয়াসিফ