পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে থাকলেও বর্তমান সময়ের চিত্রটা কিন্তু ভিন্ন। ২০১৫ সালের পর বদলে গেছে বাংলাদেশ দল। নিজেদের যোগ্যতা বারবার প্রমাণ করে হুংকার দিয়েছে ক্রিকেট বিশ্বে। তার থেকে বাদ পড়েনি ভারত দলও। শক্তিশালী ভারতকে ঘরের মাঠে সিরিজও হারায় মাশরাফিরা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশে বিপক্ষে মাঠে নামার আগে সচেতন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
বার্মিংহামে বৃহস্পতিবার এই লড়াইয়ের আগে বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিজেদের দিনে বাংলাদেশ খুবই ভয়ঙ্কর দল। গত কয়েক বছর ধরে তাঁরা দারুণ উন্নতি করেছে। দারুণ সব ক্রিকেটার রয়েছে দলটিতে। নিজেদের দিনে তাঁরা কতটা ভয়ঙ্কর, সেটা তো সবাই জানে। ২০১৫ সালের বিশ্বকাপেও অসাধারণ খেলেছে তাঁরা। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার তো প্রশ্নই আসে না।’
আজ (বৃহস্পতিবার) এজবাস্টনে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৭/ওয়াসিফ