চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামার জন্য প্রস্তুত ভারত ও বাংলাদেশ। পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে থাকলেও ২০১৫ সালের পর থেকে চিত্রটা কিন্তু ভিন্ন। ভারতকে ঘরের মাঠে সিরিজও হারিয়েছে মাশরাফিবাহিনী। তাই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অবলীলায় টাইগারদের প্রশংসা করলেন প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলি। প্রতিউত্তরে তাঁকে ধন্যবাদ জানাতেও ভুললেন না টাইগার অধিনায়ক মাশরাফি।
কোহলি তাঁর বক্তব্যে স্মরণ করে জানান, নিজেদের দিনে টাইগাররা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর তার জবাবেই মাশরাফির এই ধন্যবাদ। এসময় টাইগার অধিনায়ক বলেন, 'বাংলাদেশের প্রশংসা করায় কোহলিকে ধন্যবাদ। তবে এটা সত্যি, নিজেদের দিনে আমাদের পক্ষে সম্ভব ভালো কিছু করা। আমরা প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কীভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা সবাই দেখেছে।'
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বাংলাদেশের সফরটা ছিল খুবই রোমাঞ্চকর। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হার। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির সুফলে এক পয়েন্ট অর্জন। এরপর সাকিব-মাহমুদুল্লাহর রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ঐতিহাসিক জয়। তবে তখনো নিশ্চিত নয় স্বপ্নের সেমি। সমীকরণ তখন বলছিল, ইংল্যান্ডের বিপক্ষে হারতে হবে অস্ট্রেলিয়াকে। আর শেষ পর্যন্ত হলোও সেটাই। বৃষ্টি আইনে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। আর তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নের সেমিফাইনালে পৌঁছে গেল টিম বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৭/ওয়াসিফ