চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরটা টিম বাংলাদেশের জন্য সত্যিই খুব রোমাঞ্চকর। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হার। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির সুফলে এক পয়েন্ট অর্জন। এরপর সাকিব-মাহমুদুল্লাহর রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ঐতিহাসিক জয়। তারপর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকা। অবশেষে অসিদের বিদায়ে সেমিফাইনালে টাইগারদের জায়গা করে নেয়া। তারই ধারাবাহিকতায় এবার মাশরাফিবাহিনীর সামনে বিরাট কোহলির ভারত।
এদিকে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটাররা দারুণ পারফরম্যান্স করলেও সে তুলনায় অনেকই পিছিয়ে আছেন তরুণরা। বিশেষকরে সৌম্য সরকার, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমানের মতো তরুণরা একেবারেই জ্বলে উঠতে পারেননি। তবে তাতে আশাহত নন টাইগার অধিনায়ক মাশরাফি।
বার্মিংহামে বৃহস্পতিবার এই লড়াইয়ের আগে বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'একটা দলে ১১ জন বা ১৫ জন থাকে তাদের সবার কাছ থেকে সমান আশা করলে হবে না। কোনো কোনো টুর্নামেন্ট কারো খুব সফলভাবে যায়। আবার কারো চড়াই উতরাইয়ের মধ্যে যায়। এ জন্য কারো দিকে আঙুল তোলা ঠিক না, এমন করা উচিতও না। এসব থেকে বের হয়ে আসা উচিত।'
এসময় তিনি আরো বলেন, 'সবার সবসময় এক রকম যায় না। মূল ব্যপারটা হচ্ছে সে চেষ্টা করছে কিনা। তার মনোযোগ ঠিক আছে কিনা। আমরা চেষ্টা করেছি, সবাই চেষ্টা করছি। এবং তাদেরও চিন্তা ভাবনা আছে যে ভালো করবে। তবে সবসময় হয়না। এখানে আঙুল তোলা ঠিক না। যারা ভালো করছে তাদের দায়িত্ব এটা ধারাবাহিকভাবে নিয়মিত করা।'
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৭/ওয়াসিফ