পাকিস্তানের সঙ্গে বড় ব্যবধানের হেরে এবারের চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিল ইংল্যান্ড। এরই সাথে সাথে চ্যাম্পিয়নস ট্রফির লড়াই থেকে বিদায় নিল এশিয়ার বাইরে ক্রিকেট টিম গুলোর সবশেষ প্রতিনিধিও।
আর তাই এখন নিশ্চিতভাবেই বলা যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা আসছে এশিয়াতেই। আরেকটু নির্দিষ্ট করে বললে ভারতীয় উপমহাদেশে কারণ পাকিস্তান এরই মধ্যে ফাইনালে। আর বাংলাদেশ ও ভারতের মধ্যে যে জিতবে সেই খেলবে ফাইনাল।
আর থাকছে বলতে হচ্ছে এ কারণে যে বর্তমানে অাইসিসির এ আসরটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তবে এবার ভারত, পাকিস্তান ও বাংলাদেশ যে কোনও দল জিততে পারে এ ট্রফি।
বিডি প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ ই জাহান