স্বপ্নের ফাইনালে যেতে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এর আগেই কে জিতবে এটা নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গেছে। ভারতের সাবেক ক্রিকেটার অশোক দিন্দার মতে, ভারতের জেতার সম্ভাবনা শতকরা ৬০ ভাগ এবং ৪০ ভাগ বাংলাদেশের। খবর এবেলার।
আশোক দিন্দার মতে, একটা সময় ছিল যখন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ মানে ধরেই নেওয়া হতো ভারত জিতবে। দশ বছর আগে পোর্ট অফ স্পেনে রাহুল দ্রাবিড়দের বিপর্যয়কে এখনও অনেকে অঘটনই মনে করেন। কিন্তু গত দু’বছর ধরে সেই সমীকরণটা বদলেছে। বাংলাদেশ ম্যাচ মানে এখন আর ভারতের সামনে সহজেই পেরিয়ে যাওয়া নয়। বরং বেশ লড়াই করেই জিততে হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেটা দেখা গিয়েছিল।
বার্মিংহামেও আজ বাংলাদেশ মরিয়া থাকবে ভারতের ফাইনাল খেলার স্বপ্নটা ভেস্তে দিতে। কেন প্রতিপক্ষের নাম ভারত হলেই আরও তেড়েফুঁড়ে মাঠে নামে বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে ভারতের সাবেক এই পেসার বলেন, এটা আসলে একটা অদ্ভূত মনস্তত্ত্ব। ছোট দলের খেলোয়াড়েরা সব সময়ই চায় বড় দলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে। যাতে সমর্থকদের কাছে সমাদর বাড়ে। দেশে নায়কের মর্যাদা পাওয়া যায়। বাংলাদেশ ক্রিকেটারেরাও সেই মনোভাব নিয়েই ভারতের বিরুদ্ধে মাঠে নামে।
তিনি আরও বলেন, ভারতীয় শিবিরের সম্পদ দুই ওপেনার এবং অধিনায়কের ব্যাটিং ফর্ম। রোহিত শর্মা ও শিখর ধাওয়ান অনূর্ধ্ব ১৯ দল থেকে একসঙ্গে প্রচুর ম্যাচ খেলেছে। ওপেন করেছে। তাই বাইশ গজে ওদের বোঝাপ়ড়াটা দারুণ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রায় প্রত্যেক ম্যাচেই ভাল শুরু দিচ্ছে ভারতকে। কোহলিও ব্যাট হাতে ছন্দে রয়েছে। সেও বড় ম্যাচের প্লেয়ার। বড় মঞ্চে জ্বলে ওঠে। বাংলাদেশ বোলারদের বড় পরীক্ষা হতে চলেছে ফর্মে থাকা ভারতীয় ব্যাটসম্যানদের রানের উৎসব বন্ধ করা।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৭/মাহবুব