চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি টুর্নামেন্ট ‘চোকার্স’ তকমাটা এবার ঘুচাতে পারলনা প্রোটিয়ারা। আরও একবার বড় ম্যাচের আগেই বিদায় ভিলিয়ার্সদের।
অার সেমিফাইনালের আগে ছিটকে যাওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এবি ডি’ভিলিয়ার্স। চলতি টুর্নামেন্টে ‘ব্যাটসম্যান’ এবিডি-র ব্যাটেও ছিল রান খরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪,পাকিস্তানের বিরুদ্ধে শূন্য এবং ভারতের বিরুদ্ধে ১৪ রান।
যদিও দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৬ রানে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে তবে পাকিস্তান ও ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয় তারা। হারের দায় স্বীকার করে ভক্তদের নিরাশ করার জন্য দুঃখপ্রকাশ করলেন প্রোটিয়া অধিনায়ক।
বিডি প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ ই জাহান