বিরাট কোহলি ও রুবেল হোসেনের লড়াইটা সামনে আসে ২০১৫ সালের মার্চে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার-ফাইনালের ম্যাচে। কোহলির আউটের পর উল্লাসে ফেটে পড়েন এ বাংলাদেশি পেসার। তাই কোহলি-রুবেলের লড়াইটা যে বেশ জমে ওঠবে সেটা বলার অপেক্ষা রাখে না।
মেলবোর্নের ওই ম্যাচে রুবেলের বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। ওইদিন রুবেলের কাছে পুরোপুরি পরাস্ত হন কোহলি। আউট হওয়ার আগে রুবেলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ৪টি বল খেলে একটিও রান করতে পারেননি তিনি। কোহলি ফিরে যাওয়ার সময় কিছু একটা বলেনও বাংলাদেশের এই পেসার।
তবে কোহলির সঙ্গে রুবেলের লড়াইটা শুরু মূলত ২০০৮ সালে। কোহলি তখন ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। সেই বিশ্বকাপের এক ম্যাচে রুবেলের সঙ্গে কোহলির উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
এরপর ২০১৪ সালের এশিয়া কাপে ফতুল্লায় আবার মুখোমুখি হন কোহলি-রুবেল। ১২২ বলে ১৩৬ রান করে ভারতকে ৬ উইকেটে জেতানো কোহলি আউট হন রুবেলের বলেই। আউট হওয়ার আগে রুবেলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ১৬ বলে ১৯ রান করেন তিনি।
আর আজও যে কোহলির উইকেট পেতে মরিয়া থাকবে রুবেল হোসেন এটাই অনুমেয়। ঘটনাক্রমে ওইদিন ছিল বৃহস্পতিবার আজও বৃহস্পতিবার। আজ কি পারবেন পয়মন্ত হতে রুবেল!
বিডি প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ ই জাহান