চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। আর এ ম্যাচটিই হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ৩০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ২০০২ সালে অভিষেক হয় যুবির।
আর এ ম্যাচেও যে নিজেকে মেলে ধরতে মরিয়া থাকবেন তার কথাতেই তা বুঝা গেল। বললেন, 'I did like to be portrayed as a fighter'। অর্থাৎ 'আমি নিজেকে একজন লড়াকু হিসেবেই মেলে ধরতে চেয়েছি।' আসলেই তিনি একজন যোদ্ধা ক্যান্সারের সঙ্গে লড়াই করে ক্রিকেটে ফিরেছেন। ১৭ বছরের ক্যারিয়ারে ভারতকে উপহার দিয়েছেন অনেক ম্যাচ জয়ী ইনিংস। আছে ৬ বলে ৬টি ছক্কা মারার রেকর্ডও।
আর তাই বাংলাদেশের বিপক্ষে তার কাছ থেকে স্পেশাল কিছু পেতে চাইছেন বিরাট কোহলিও। বললেন, 'এই ম্যাচেও যুবি বিশেষ কিছু করে দেখাবে।'
আর তাই মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন যুবরাজ। তাই জ্বলে ওঠার আগেই তাকে থামাতে হবে টাইগারদেরকেও। না হলে সব সমীকরণ একাই পাল্টে দিতে পারেন ভারতের বিশ্বকাপ জয়ী আসরের টুর্নামেন্ট সেরা এ ক্রিকেটার।
বিডি প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ ই জাহান