এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৭টি ম্যাচে টস জিতে যার ফিল্ডিং নিয়েছে তারাই জয় নিয়ে মাঠ ছেড়েছে। অর্থাৎ আগে ব্যাটিং করলেই বিপদে পড়ছে দলগুলো। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচটিতেও একই ঘটনা ঘটেছে। কিউইরা টসে জিতে ব্যাটিং নিল। আর খাদের কিনার থেকে ওঠে শেষ পর্যন্ত জিতল বাংলাদেশই। পাকিস্তান-শ্রীলঙ্কা, পাকিস্তান-ইংল্যান্ড, ভারত- দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফলও তাই।
ফলে এজবাস্টনে আজকের দ্বিতীয় সেমিফাইনালে টস জয় হয়ে দাঁড়াতে পারে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। টসে জিতলে বাংলাদেশ ব্যাটিং নিবে নাকি ফিল্ডিং তাও এখনই বলা যাচ্ছে না, কারণ ব্যাটিং উইকেট। তবে ভারত জিতলে শুরুতে ব্যাটিং নাও নিতে পারে।
অন্যদিকে কোচ হাথুরুসিংহে ও মাশরাফি বেশ ক'বার উইকেট পর্যবেক্ষণ করেছেন। আজ ম্যাচ শুরুর আগে আবারও উইকেটের অবস্থা দেখবেন। তারপরই চূড়ান্ত হয়ে যাবে টস জিতলে বাংলাদেশ ব্যাট, না ফিল্ডিং নেবে।
বিডি প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ ই জাহান