আর মাত্র চার ঘণ্টা। পরপর চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বিকালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেই ক্রিকেট উত্তেজনায় ভাসছে দু'দেশের ক্রিকেট-প্রেমীরা। কেউ কাউকে ছেড়ে কথা বলার নয়। মাঠেও নাকি, দু'দেশের সমর্থকদের মধ্যে এই লড়াই থাকবে। এমনটাই দাবি ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।
আনন্দবাজার পত্রিকায় লেখা কলামে গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশ কিন্তু এখন আর ক্রিকেট দুনিয়ার বামনদের মধ্যে পড়ে না। তথাকথিত বড় দলগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছে ওরা। প্রতিদিন উন্নতিও করছে।
তাঁর মতে, ভারত ওদের থেকে অনেক বেশি শক্তিশালী ও এগিয়ে ঠিকই। কিন্তু একটু অসাবধান হলেই পিছলে পড়ার একটা আশঙ্কা এসব ম্যাচে থেকেই থাকে।
ভারতের অন্যতম সফল এই অধিনায়ক গাঙ্গুলি বলেন, ভারত-বাংলাদেশ এখন ক্রিকেট দুনিয়ায় একটা বড় শত্রুতা। ইংল্যান্ডে দুই দেশেরই প্রচুর সমর্থক থাকেন, আর এই ম্যাচে তাঁরা নিশ্চয়ই থাকবেন। তাই ম্যাচটা যে মাঠের বাইরেও হাড্ডাহাড্ডি হবে, সেই আশা করাই যায়।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৭/মাহবুব