ভারত-বাংলাদেশের সেমিফাইনালে লড়াই নিয়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র চলছে আলোচনা-সমালোচনাল ঝড়। দু'দলকে ঘিরেই প্রত্যাশাটা গগনচুম্বী। কে হবে পাকিস্তানের প্রতিপক্ষ? ভারত নাকি বাংলাদেশ!
আর এ ম্যাচে টাইগারদের ওপর ভক্তদের প্রত্যাশাটা একটু বেশিই। হার্ড হিটার সাব্বির রহমান ও তরুণ তুর্কি সৌম্য সরকারের ব্যাটের দিকে তাকিয়ে গোটা দেশ। কারণ গত কয়েক ম্যাচে তাদের কাছ থেকে আশনুরুপ ইনিংস পায়নি ভক্তরা।
তবে ভারতের বিপক্ষে হওয়ায় দুজনের কাছ থেকে ভাল ইনিংস প্রত্যাশা করছেন তারা। দুজনের প্রতিভা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই কারও। সৌম্য বাংলাদেশের সবচেয়ে আক্রমণাত্মক ওপেনারদের একজন। আর সাব্বিরকে তো বাংলাদেশের ড্রেসিংরুমই মনে করে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যাটসম্যান। কিন্তু টুর্নামেন্টে এ পর্যন্ত তিন ম্যাচে কারও ব্যাটই আলো ছড়ায়নি। সৌম্য তিন ম্যাচে রান করেছেন ৩৪, সর্বোচ্চ ২৮। সাব্বিরের রান ৩ ম্যাচে ৪০, সর্বোচ্চ ২৪। দুজনের ব্যাট থেকেই বড় ইনিংস পাওনা হয়ে গেছে।
আর তাই সাব্বির-সৌম্য যে ভারতে বিপক্ষে নিজের জাত চেনাতে মরিয়া থাকবেন তাই স্বাভাবিক। বের হতে চাইবেন ব্যর্থতার খোলস ছেড়ে। প্রত্যাশা ব্যাট হাসুক দুই তরুণ তুর্কির।
বিডি প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ ই জাহান